স্পোর্টস ডেস্ক:
অবশেষে প্রতিশোধের মধুর স্বাদ পেল টাইগাররা। সাত বছর আগের অপমানের জবাব দিয়েছে দুর্দান্তভাবে। ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। ঠিক সাত বছর পর সেই আফগানদেরই বাংলাওয়াশ করে প্রতিশোধের পূর্ণতা দিল সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
রোববার (৬ অক্টোবর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে। দারউইশ রাসুলি করেন ৩২ রান, সেদিকউল্লাহ আটাল ২৮ এবং মুজিব উর রহমান করেন ২৩ রান। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, আর নাসুম আহমেদ ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে দাপুটে ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তানজিদ ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন, তবে অপরপ্রান্তে ছিলেন অনবদ্য সাইফ হাসান।
মাত্র ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন সাইফ হাসান, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। তার ব্যাটেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা।
এই জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ সম্পন্ন করে বাংলাদেশ।
সিরিজের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরা নির্বাচিত হন সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (রাসুলি ৩২, আটাল ২৮, মুজিব ২৩*; সাইফউদ্দিন ৩/১৫, নাসুম ২/২৪, তানজিম ২/২৪)।
বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (সাইফ ৬৪*, তানজিদ ৩৩; মুজিব ২/২৬, ওমারজাই ১/১২)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাইফ হাসান।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১