শিক্ষক সমাজের অবদান স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নলছিটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

নলছিটি (ঝালকাঠি), ৫ অক্টোবর ২০২৫, রবিবার: বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও লাভলী ইয়াসমিন। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীন, মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা, নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান, এবং কারিমিয়া মহিলা হাফেজী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস।
এসময় বক্তারা শিক্ষক সমাজের অবদান ও জাতি গঠনে তাদের ভূমিকা তুলে ধরে বলেন, “একজন আদর্শ শিক্ষকই পারে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে।”
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।