লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজং উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে নদী ও হাটবাজারে অভিযান পরিচালনা করছে।
প্রথম দিন (৪ অক্টোবর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকার বিভিন্ন হোটেলে পরিদর্শন চালানো হয়। পরিদর্শনে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। হোটেল মালিকরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত তারা ইলিশ বিক্রি বন্ধ রাখবেন।
একই দিন কোস্টগার্ড পদ্মা নদীর লৌহজং অংশে পৃথক অভিযান চালায়। তবে নদীতে কোনো জেলে বা মাছ ধরার জাল না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। সেদিনও নদীতে কোনো জেলে বা জাল পাওয়া যায়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ২৫ অক্টোবর পর্যন্ত কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”
তিনি আরও জানান, মা ইলিশ ধরা, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধকরণে প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে। জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই ইলিশ উৎপাদনে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১