রাজশাহীর দুর্গাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই ৩১ দফাই গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে সরকার গঠন করে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে আবু বকর সিদ্দিক আরও বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন ঠেকাতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তথাকথিত ‘পিআর পদ্ধতির’ অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তের অপচেষ্টা চলছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।”
তিনি জোর দিয়ে বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ।”
পরিশেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান— “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, এবং ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১