স্টাফ রিপোর্টার:
ফরিদপুর প্রতিনিধি — ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া নামের এক ব্যক্তি তামারহাজী বিলের একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন প্রথমে অভিযান চালিয়ে ড্রেজারের পাইপ ভেঙে দেন ইউএনও তানভীর হাসান চৌধুরী। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তবে এরপরও থামেনি বালু উত্তোলন। গত দুইদিন ধরে (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) দিন-রাত ২৪ ঘণ্টা বালু তোলা অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, ডিসি ও ইউএনওকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বালুকাটা পক্ষের লোকজন এলাকায় দাবি করছেন, “ইউএনও মৌখিকভাবে অনুমতি দিয়েছেন বালু কাটার।”
বিষয়টি নিয়ে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন,
“গোরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য কিছু বালু কাটা হচ্ছে।”
কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বালু রাস্তা নির্মাণে নয়, বরং পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্যা বলেন,
“আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি ড্রেজার বন্ধ করার জন্য। কেন এখনো বন্ধ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।”
এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১