বান্দরবানের লামায় পর্যটক সোহানের মৃত্যুতে শোকের ছায়া
লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হলো এক পর্যটকের মরদেহ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা অভিযানের পর নদীর প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত পর্যটকের নাম মোঃ সোহান (২৭)। তিনি ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা এবং আবু হান্নান সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সোহান তার বন্ধু শাকিলসহ লামার সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে তারা রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এসময় পানির প্রবল স্রোতে সোহান তলিয়ে যায়। যদিও তার বন্ধু শাকিল সাঁতরে উঠতে সক্ষম হন।
শাকিল জানান, “আমরা দুজন একসাথে পানিতে নামি। হঠাৎ পানির স্রোতে সোহান তলিয়ে যায়। আমি তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দিই।”
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ আবদুল্লাহ বলেন, “খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। টানা ২২ ঘণ্টা পর আমাদের ডুবুরি দল সোহানের মরদেহ নদীর ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করে।”
এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি তোফাজ্জল হোসেন জানান, “মরদেহ উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”