কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশের পাশে খালের ভেতর থেকে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬৪-২১৭৪) উদ্ধার করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে।
নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, মানিক ঢাকায় উবার চালক হিসেবে কাজ করতেন। দুর্গাপূজায় ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে কলাবাড়ি খালা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে আর বাড়ি ফেরেননি।
পরিবারের ধারণা, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে মোটরসাইকেল দেখতে পায়। বিকেলে মোটরসাইকেলের পাশে লাশ ভেসে ওঠে। পুলিশ তাৎক্ষণিক লাশ উদ্ধার করে থানায় প্রেরণ করে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় মানিক বিশ্বাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১