এক মাসে দ্বিতীয়বার রিকশা চালককে ছুরিকাঘাত, আতঙ্কে স্থানীয়রা
পটিয়ায় আবারও রিকশা চালক ছুরিকাহত: এক মাসের মধ্যে দ্বিতীয় ঘটনা

- আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবারও ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালক আহত হয়েছেন। এক মাসও না পেরোতেই পটিয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।
জানা যায়, বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লী মঙ্গল পূজামণ্ডপে যাওয়ার জন্য দুইজন তরুণ রিকশা ভাড়া নেন। পূজামণ্ডপ থেকে কিছুটা ভেতরে গিয়ে রিকশা থামানোর পর হঠাৎ এক তরুণ রিকশা চালকের গলায় ছুরি ধরে বলে, “রিকশার হ্যান্ডেল ছাড়।” এসময় আরেকজন রিকশার হ্যান্ডেল নিয়ে টানাটানি শুরু করে।
রিকশাচালক সাখাওয়াত হোসেন (২০) বাধা দিলে এক ছিনতাইকারী তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহত সাখাওয়াতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহতের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ী গ্রামে। তার বাবার নাম কালু মিয়া এবং মায়ের নাম ফেরদৌস বেগম।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এক মাসের মধ্যে একই ধরনের দুই ঘটনা ঘটায় পটিয়াবাসী প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।