শ্যামনগর প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সারাদেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হলো বিজয়া দশমীর মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গাকে অশ্রুসজলে বিদায় জানান।
সকালে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর পূজা, সিঁদুর খেলা ও আরতি। দুপুরের পর থেকেই শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হয় বুড়িগোয়ালিনী সংলগ্ন খোল পাটুয়া নদীতে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিসর্জন প্রাঙ্গণ। নারীরা দেবীকে সিঁদুর ও মিষ্টি নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বিজয়া দশমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, “মা দুর্গাকে বিদায় দিলেও আগামী বছর মর্ত্যে আগমনের অপেক্ষায় থাকব আমরা।”
এ বছরও শ্যামনগরের দ্বিতীয় টাকিতে সবচেয়ে বড় বিসর্জন অনুষ্ঠিত হয়। শত শত নৌযানে দেবী দুর্গাকে নদীতে নিয়ে যাওয়া হয়। আতশবাজি, বাদ্যযন্ত্র ও হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের এ মহা আয়োজন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১