কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন সমীর বাড়ৈ (৪০) নামে এক জেলে। বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সমীর বাড়ৈ ওই গ্রামের সাধন চন্দ্র বাড়ৈর ছেলে। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে সমীর ভেসাল জাল দিয়ে খালে মাছ ধরতে যান। পরে সকাল ৮টার দিকে তার নৌকা ও গামছা ভেসালের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখা গেলেও তাকে পাওয়া যায়নি।
পরে গ্রামবাসী খোঁজাখুঁজি করে ভেসালের পাশে পানিতে ডুবে থাকা তার মরদেহ উদ্ধার করে। নিহতের কানের কাছে পোড়ার চিহ্ন এবং শরীরের পশম দগ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১