নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী:
ফরিদপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দিনভর তিনি সাতৈর ইউনিয়নের সাহা বাড়ীর প্রজামন্ডপসহ বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করার আহ্বান জানান।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির স্থাপন করা হবে। মুসলমানদের মতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমানভাবে নিরাপদ থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, বাবু সুভাষ সাহা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১