৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
পূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র্যাব মহাপরিচালক

- আপডেট সময় : ০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।”
র্যাব সূত্র জানায়, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে মাঠে কাজ করছে। টহল টিম, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।
র্যাব ডিজি জানান, প্রয়োজনে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পূজার প্রথম দিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নারী-শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
র্যাব সদর দপ্তর জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।