পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. নয়ন উদ্দিন (২৬) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ-পটিয়া সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উদ্দিন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী "কক্সবাজার এক্সপ্রেস" ট্রেনটি ওই এলাকায় অতিক্রমকালে নয়ন অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম জিআরপি থানার এএসআই বিকাশ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং তদন্ত চলছে।
পটিয়া রেলস্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেল বলেন, প্রতিদিনই মানুষ অসচেতনভাবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেললাইনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জনসচেতনতা কার্যক্রম ও নিরাপদ ক্রসিং ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১