অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা, মানবিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন জামায়াত নেতা
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম

- আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে দলীয় প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামে দিনমজুর আসাদ কাজীর পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছি। শুধু ব্যক্তিগত নয়, জামায়াতের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হবে। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা তা অব্যাহত রাখব।”
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা আমির সোলায়মান বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আসাদ কাজীর টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রীসহ সবকিছু পুড়ে যায়। ফলে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক সহায়তার হাত বাড়াতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারটির দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতারও দাবি তুলেছেন এলাকাবাসী।