বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খলিল মৃধা বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গেলে হঠাৎ বিষধর সাপে কামড় দেয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে নিশ্চিত করেন যে এটি বিষধর সাপের কামড়। দুপুর ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) ইনজেকশন দেওয়া হয়। তবে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, “খলিল মৃধাকে হাসপাতালে আনার সময়ই তিনি মারাত্মক অসুস্থ ছিলেন। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এন্টিভেনম ইনজেকশন দিই, তবে চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান।”
চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কামড়ানোর পর দেরি না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যায়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১