আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার জাফরপুর আলিম মাদ্রাসা হলরুমে এ সমাবেশে ২৩ ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আলহাজ্ব মোস্তফা মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাইতুলমাল সেক্রেটারি মোসলেম উদ্দীন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর, জেলা তরবিয়াত বিভাগের সভাপতি মাওলানা কাজী মোজাহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, কালিগঞ্জ উপজেলা আমীর আব্দুল ওহাব সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদ সদস্যসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা মতবিনিময় সভায় অংশ নেন। সমাবেশে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইউনিয়নভিত্তিক সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১