কোটালীপাড়া (গোপালগঞ্জ) | শেখ কামরুজ্জামান (রানা)
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পানিতে ডুবে ফারদিন হোসেন (৯) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারদিন ছিলেন পবনারপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। বিকেলে হঠাৎ তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশ্ববর্তী পুকুরে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ ঠান্ডা জানান, ফারদিন ছোটবেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) রুজু করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১