চট্টগ্রাম ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের জন্য অপেক্ষমান দেশের প্রথম সারির অনলাইন পোর্টাল পত্রিকার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৬) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৫),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন news@saradesh71.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চট্টগ্রামে জমিদারের হামলায় ভাড়াটিয়ার মৃত্যু, প্রধান আসামি মোবারক গ্রেফতার ভোলাহাটে ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন বগুড়ার গাবতলী থানা মোড়ে যানজট নিরসনে নতুন সিএনজি স্ট্যান্ড উদ্বোধন কুমিল্লা সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে উদ্ধার পটিয়া ভূমি অফিসে দালাল বিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে আটক ১ জন কোটালীপাড়ায় দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা ছাতকে ভারতীয় তৈরি ৪২ হাজার ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’সহ যুবক আটক বোয়ালমারীতে ঝড়ে গাছ পড়ে ব্যক্তিগত পুকুরে, সাংবাদিকদের দাবিতে উত্তেজনা – সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ফেনীতে অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ আটক ৩ জন কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা বোরহান উদ্দিন গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের ট্রেডমিল চুরি মামলায় দুইজন আটক, মূল হোতা এখনো পলাতক

চট্টগ্রামে সিএমপি ডিবি বন্দরের অভিযানে চুরিকৃত ট্রেডমিল উদ্ধার, দুই আসামী গ্রেফতার

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৬:৩১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

হাসনাত ওয়াহিদ, রিপোর্টার ( চট্টগ্রাম)

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ডেমরা গোডাউনে আনার পথে চুরি হওয়া ব্যায়ামযন্ত্র Motorized Treadmill উদ্ধার করেছে সিএমপি’র ডিবি (বন্দর) বিভাগ। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে, পলাতক রয়েছে আরও একজন।

বাদী মো. আসাদ (৪৫), ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, জাহিদ এন্ড ব্রাদার্স, অভিযোগ করেন— গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই কনটেইনার Motorized Treadmill খালাস করা হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর পণ্যগুলো তামজিদ কার্গো সার্ভিসের পাঁচটি কভার্ড ভ্যানে করে ডেমরা গোডাউনে আনা হলে দেখা যায়, T56A মডেলের পাঁচ কার্টন মালামাল নিখোঁজ।

খোঁজাখুঁজির একপর্যায়ে গোপন সূত্রে জানা যায়, চুরি হওয়া পণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছে একটি চক্র। বিষয়টি জানানো হলে ডিবি (বন্দর) পুলিশের পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই মো. জহিরুল ইসলামসহ টিম ২৩ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিং থানার বেপারী পাড়ায় অভিযান চালায়।

অভিযানে দুই আসামী—
১. মো. সোহেল আবদুল্লাহ (৩০), পিতা: মো. শাহ আলম
২. মো. হাসান উদ্দিন (৩০), পিতা: কাজী করিমুল হক
গ্রেফতার হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে দুইটি Motorized Treadmill (মডেল T56A) উদ্ধার করা হয়। তবে এ মামলার মূল হোতা পলাতক আসামী মো. ইমান আলী প্রকাশ ইমন (৩১), পিতা: আবদুল আলী এবং অজ্ঞাত আরও ৫-৭ জন সহযোগী দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আমদানীকৃত মূল্যবান পণ্য বন্দরের ভেতর থেকে চুরি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামীদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ডেমরা গোডাউনে আনার পথে চুরি হওয়া অত্যাধুনিক ব্যায়ামযন্ত্র Motorized Treadmill (Model T56A) উদ্ধার করেছে সিএমপি’র ডিবি (বন্দর) বিভাগ। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ, তবে চক্রের মূল হোতা এখনো পলাতক রয়েছে।

জাহিদ এন্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মো. আসাদ (৪৫) জানান, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই কনটেইনার ব্যায়ামযন্ত্র খালাস করা হয়। পরদিন (১৭ সেপ্টেম্বর) তামজিদ কার্গো সার্ভিসের পাঁচটি কভার্ড ভ্যানে করে ডেমরার গোডাউনে আনা হলে দেখা যায়, T56A মডেলের পাঁচ কার্টন ট্রেডমিল নিখোঁজ।

পরে গোপন সূত্রে জানা যায়, চুরি হওয়া ট্রেডমিল বিক্রির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছে একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি জানানো হলে ডিবি (বন্দর) পুলিশের পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরী এর নেতৃত্বে এসআই মো. জহিরুল ইসলাম ও টিম ২৩ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিং থানার বেপারী পাড়ায় অভিযান চালায়।

অভিযানে দুই আসামী—
১. মো. সোহেল আবদুল্লাহ (৩০), পিতা: মো. শাহ আলম
২. মো. হাসান উদ্দিন (৩০), পিতা: কাজী করিমুল হক
—গ্রেফতার হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুইটি Motorized Treadmill (Model T56A) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল হোতা মো. ইমান আলী প্রকাশ ইমন (৩১) ও অজ্ঞাত ৫-৭ জন সহযোগী এখনো পলাতক রয়েছে। ডিবি পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আমদানীকৃত মূল্যবান পণ্য বন্দরের ভেতর থেকে চুরি করে আসছিল।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতারকৃত আসামীদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দরের ট্রেডমিল চুরি মামলায় দুইজন আটক, মূল হোতা এখনো পলাতক

চট্টগ্রামে সিএমপি ডিবি বন্দরের অভিযানে চুরিকৃত ট্রেডমিল উদ্ধার, দুই আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

হাসনাত ওয়াহিদ, রিপোর্টার ( চট্টগ্রাম)

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ডেমরা গোডাউনে আনার পথে চুরি হওয়া ব্যায়ামযন্ত্র Motorized Treadmill উদ্ধার করেছে সিএমপি’র ডিবি (বন্দর) বিভাগ। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে, পলাতক রয়েছে আরও একজন।

বাদী মো. আসাদ (৪৫), ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, জাহিদ এন্ড ব্রাদার্স, অভিযোগ করেন— গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই কনটেইনার Motorized Treadmill খালাস করা হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর পণ্যগুলো তামজিদ কার্গো সার্ভিসের পাঁচটি কভার্ড ভ্যানে করে ডেমরা গোডাউনে আনা হলে দেখা যায়, T56A মডেলের পাঁচ কার্টন মালামাল নিখোঁজ।

খোঁজাখুঁজির একপর্যায়ে গোপন সূত্রে জানা যায়, চুরি হওয়া পণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছে একটি চক্র। বিষয়টি জানানো হলে ডিবি (বন্দর) পুলিশের পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই মো. জহিরুল ইসলামসহ টিম ২৩ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিং থানার বেপারী পাড়ায় অভিযান চালায়।

অভিযানে দুই আসামী—
১. মো. সোহেল আবদুল্লাহ (৩০), পিতা: মো. শাহ আলম
২. মো. হাসান উদ্দিন (৩০), পিতা: কাজী করিমুল হক
গ্রেফতার হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে দুইটি Motorized Treadmill (মডেল T56A) উদ্ধার করা হয়। তবে এ মামলার মূল হোতা পলাতক আসামী মো. ইমান আলী প্রকাশ ইমন (৩১), পিতা: আবদুল আলী এবং অজ্ঞাত আরও ৫-৭ জন সহযোগী দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আমদানীকৃত মূল্যবান পণ্য বন্দরের ভেতর থেকে চুরি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামীদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ডেমরা গোডাউনে আনার পথে চুরি হওয়া অত্যাধুনিক ব্যায়ামযন্ত্র Motorized Treadmill (Model T56A) উদ্ধার করেছে সিএমপি’র ডিবি (বন্দর) বিভাগ। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ, তবে চক্রের মূল হোতা এখনো পলাতক রয়েছে।

জাহিদ এন্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মো. আসাদ (৪৫) জানান, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই কনটেইনার ব্যায়ামযন্ত্র খালাস করা হয়। পরদিন (১৭ সেপ্টেম্বর) তামজিদ কার্গো সার্ভিসের পাঁচটি কভার্ড ভ্যানে করে ডেমরার গোডাউনে আনা হলে দেখা যায়, T56A মডেলের পাঁচ কার্টন ট্রেডমিল নিখোঁজ।

পরে গোপন সূত্রে জানা যায়, চুরি হওয়া ট্রেডমিল বিক্রির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছে একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি জানানো হলে ডিবি (বন্দর) পুলিশের পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরী এর নেতৃত্বে এসআই মো. জহিরুল ইসলাম ও টিম ২৩ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিং থানার বেপারী পাড়ায় অভিযান চালায়।

অভিযানে দুই আসামী—
১. মো. সোহেল আবদুল্লাহ (৩০), পিতা: মো. শাহ আলম
২. মো. হাসান উদ্দিন (৩০), পিতা: কাজী করিমুল হক
—গ্রেফতার হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুইটি Motorized Treadmill (Model T56A) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল হোতা মো. ইমান আলী প্রকাশ ইমন (৩১) ও অজ্ঞাত ৫-৭ জন সহযোগী এখনো পলাতক রয়েছে। ডিবি পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আমদানীকৃত মূল্যবান পণ্য বন্দরের ভেতর থেকে চুরি করে আসছিল।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতারকৃত আসামীদের ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।