তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান
দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত

- আপডেট সময় : ০৯:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি | মোঃ শহীদুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন— “দলমত নির্বিশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
সোমবার (২৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপির নেতৃত্বে নতুন আশার সঞ্চার হয়েছে। অপশক্তি যতো বাধা দিক না কেন, তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।”
শান্ত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন— “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিন, দেশের ভবিষ্যৎ গড়তে সক্রিয় ভূমিকা রাখুন।”
এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করার আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।