মানিকগঞ্জের হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
২৪ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ক্রীড়া শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত অতিথিরা জানান, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের বিনোদন নয়, বরং ভবিষ্যতে দেশসেরা ক্রীড়াবিদ তৈরির ভিত্তি স্থাপন করে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১