বগুড়া সদর আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক (রফিক) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্বশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকাতির মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিককে জেলা কারাগার বগুড়া থেকে গত ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়। আদালতের দোতলা হাজতখানা থেকে অন্যান্য আসামির সঙ্গে তাকে ফেরত নেওয়ার সময় সিঁড়ি দিয়ে নামার পথে কৌশলে পালিয়ে যায় সে।
এ ঘটনায় সঙ্গে সঙ্গে ডিবি পুলিশ ও থানা পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। অবশেষে টানা তল্লাশি ও গোয়েন্দা তৎপরতার পর ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে আদমদীঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং তাকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে।
বিশ্লেষণ:
আসামির পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার বড় প্রশ্ন তুলেছিল।
দ্রুত সময়ে পুলিশ তাকে ধরতে সক্ষম হওয়ায় চাপ কিছুটা কমেছে।
এ ঘটনায় কারাগার ও আদালত প্রহরীদের দায়িত্বে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
মামলাটি নৃশংস ও আলোচিত হওয়ায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
বগুড়া সদর আদালত থেকে পালানো আলোচিত হত্যা মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক (৩৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদীঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রফিক শ্বশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকাতির মামলার প্রধান আসামি। তাকে জেলা কারাগার বগুড়া থেকে গত ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে আদালতে হাজির করা হয়। আদালতের দোতলা হাজতখানা থেকে ফেরত নেওয়ার সময় সিঁড়ি দিয়ে নামার পথে কৌশলে পালিয়ে যায় সে।
এ ঘটনায় সঙ্গে সঙ্গে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। টানা অভিযানের পর অবশেষে রফিককে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি আদালত ও কারাগার প্রহরীদের দায়িত্বে গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের মতে, রফিকের পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও দ্রুত সময়ে গ্রেফতার হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মামলাটি নৃশংস ও আলোচিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১