ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে জমি চৌহদ্দি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। এ বিরোধকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র নিরীহ নূরে আলম সিদ্দিকীর জায়গা জোরপূর্বক দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নূরে আলম সিদ্দিকী জানান, তিনি মৃত নাজিম উদ্দীনের পুত্র। তিন ভাই ও তিন বোনের মধ্যে চৌহদ্দি অনুযায়ী জমি ভাগাভাগি হয়ে গেলেও প্রতিপক্ষ ইকবাল হোসেন (চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাশীদ মাস্টারের পুত্র) ক্রয়সূত্রে মাত্র ৬ শতাংশ জমির মালিকানা দাবি করে রাস্তার পাশের মূল্যবান জমি দখলের চেষ্টা করছে।
নূরে আলমের দাবি, বাঁশহাটি গ্রামের বিএস খতিয়ান ৮৩০ এর ১৫৬৪ ও ১৫৯৬ দাগের জমি অবৈধভাবে দখলে নিতে প্রতিপক্ষরা বারবার চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। তবে প্রভাবশালী হওয়ায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, ইকবাল হোসেন গং দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছে। মিথ্যা মামলা, দোকানপাট ভাঙচুরসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। এমনকি ফ্যাসিবাদ সরকারের আমলেও তাদের দোকানপাট ভেঙে জমি দখলের ঘটনা ঘটে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে হস্তক্ষেপ ও সুবিচার কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১