গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝর্ণা বেগমের রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে আসেন। ভেতর থেকে দরজা আটকানো থাকায় জানালার কাচ ভেঙে ধোঁয়া ও শরীর পোড়ার গন্ধ পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঢুকে দেখা যায়, ঝর্ণা বেগম আগুনে ঝলসে মেঝেতে পড়ে আছেন।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের বোতল ও একটি গ্যাস লাইট উদ্ধার করেছি। মৃতদেহের প্রায় ৯৫% অংশ পুড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।”
মৃত ঝর্ণা বেগম বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮)-এর সাথে থাকতেন। ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে। বড় ছেলে জানান, তাদের বাবা প্রায় ১০ বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন। খুব শিগগিরই পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল।
প্রতিবেশীরা জানান, ঝর্ণা বেগম ছিলেন একজন পর্দানশীল, শান্ত ও সমাজসেবী নারী। এলাকায় বিপদে আপদে তিনি সবার পাশে দাঁড়াতেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১