ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জুয়া ও মাদক নির্মূলে স্বেচ্ছাসেবী দল গঠনের ঘোষণা দিয়েছেন।
নান্দাইলে জুয়া ও মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ, সর্বস্তরের সহযোগিতার আহ্বান ইউএনও’র

- আপডেট সময় : ১১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। সম্প্রতি তিনি ফেসবুকের মাধ্যমে সমাজের সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন— উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় জুয়া-মাদকবিরোধী স্বেচ্ছাসেবী দল গঠনে এগিয়ে আসতে।
ইউএনও সারমিনা সাত্তার জানান, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে। এই দলগুলো জুয়া ও মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ, সরবরাহ এবং প্রশাসনকে সহযোগিতা করবে। এভাবে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি নিরাপদ ও মাদকমুক্ত নান্দাইল গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “তথ্য সরবরাহকারীর নাম সর্বাত্মকভাবে গোপন রাখা হবে। প্রশাসন এবং জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় নান্দাইল উপজেলাকে অপরাধমুক্ত একটি মডেল এলাকা হিসেবে দাঁড় করানো সম্ভব।”
স্বেচ্ছাসেবী দলগুলোর সঙ্গে মুক্তিযোদ্ধা, শিক্ষক-ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি ও অন্যান্য সমাজসেবীরাও সম্পৃক্ত থাকবেন। এতে স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন প্রশাসন।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে নান্দাইল উপজেলা সারাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।