গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। উপজেলার হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা জানিয়েছেন, ঘাঘর নদীর মোহনায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া বাঁধ অপসারণ না হওয়ায় প্রতীমা বিসর্জন অনিশ্চয়তায় পড়েছে।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ১৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয় ২০২৪ সালের আগস্টে। বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেড খাল খননের জন্য গত বছর ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেয়। তবে বর্ষাকালে কাজ বন্ধ থাকলেও বাঁধটি অপসারণ না করায় খালপথ দিয়ে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।
উপজেলার তারাশী কর্মকার বাড়ী সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি গোশাই কর্মকার বলেন,
“আমরা প্রতিবছর বিজয়াদশমীর দিন ঘাঘর নদীতে প্রতীমা বিসর্জন দিই। কিন্তু বাঁধ থাকার কারণে নৌকায় প্রতীমা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে আমাদের ধর্মীয় উৎসব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”
স্থানীয় ব্যবসায়ী রনজিত কুমার সাহা জানান, এলাকার শতাধিক মানুষের স্বাক্ষরযুক্ত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন,
“পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সরিয়ে ফেলা হবে, যাতে দুর্গাপূজার প্রতীমা বিসর্জনে কোনো প্রতিবন্ধকতা না হয়।”
স্থানীয়রা দ্রুত বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১